Breakingশীর্ষ সংবাদসারাদেশ
নাগরপুরে অবসর শিক্ষকদের বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাগরপুর ,টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২০২০-২১ সালের অবসর গ্রহণকারী প্রাথমিক শিক্ষকদের বিদায় ও সম্বর্ধনা দেয়া হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অবসর শিক্ষকদের বিদায় ও সম্বর্ধনায় মো. আহছানুল কবীর মুকুল এর সভাপতিত্বে ও হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , আহসানুল ইসলাম টিটু এমপি।
অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।