Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কতৃক বৈসাবি’ উদযাপন উপলক্ষ্যে আর্থিক অনুদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি , বান্দরবান  :
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমন সহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

তারই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ২০২৩ বুধবার সকালে জোন হলরুমে জোনের আওতাধীন উপজাতী সম্প্রদায়ের প্রধান উৎসব ‘বৈসাবি’ উদযাপন উপলক্ষ্যে ১০টি ‘বৈসাবি’ উদযাপন কমিটির প্রতিনিধির নিকট নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উপজাতী সম্প্রদায়ের প্রতিনিধির নিকট আর্থিক অনুদান (নগদ অর্থ) হস্তান্তর করেন।

 

এ সময় এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

 

১১ বিজিবি-র অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button