Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

নাইক্ষ্যংছড়ি কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি , বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের চার নেতা আহত হয়েছে।

মঙ্গলবার ১৫ মার্চ ২০২২ সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কলেজ শাখা কমিটির সভাপতি এম, সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান সানি ও ইমাত সিকাদার আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে হামলার ঘটনায় ছাত্রদলের বহিরাগত নেতাকর্মী সহ নিজ দলের এক অংশকে দায়ী করেছেন ছাত্রলীগের আহতরা।
ঘটনাস্থলে থাকা একাধিক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা সেলিম-আবরার গ্রুপ ও বিএনপি সমর্থিত বহিরাগত অছাত্রদের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে গত সোমবার মানববন্ধন করে শিক্ষার্থীরা। ওই মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগত ছাত্রদলের কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল।


দুমুখি সংঘর্ষ নিয়ে কলেজ ক্যাম্পাস সহ সদর উপজেলা থমথমে অবস্থা বিরাজ করছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আবরার জানান, নিজ দলের কয়েকজন নেতার ইন্দনে বহিরাগত ছাত্রদলের দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছে। তাদের নেতৃত্ব দুর্বল করার জন্য পরিকল্পিত ভাবে এই হামলা করেছা হয়েছে বলে তিনি দাবী করেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন- কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র সহ আটককৃত বহিরাগত ছাত্রদল নেতাদের আটক করা হলেও অদৃশ্য কারণে ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button