Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

নাইক্ষ্যংছড়িতে সিএনজি ও চোলাই মদ সহ ৩ জন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান :
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১ শত লিটার চোলাই মদ ও সিএনজি গাড়ী সহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।

২৯ আগষ্ট ২০২২ সোমবার সকালে বাইশারী বাজার এলাকা বাইশারী-ঈদগড় সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর বাইশারীর মীর আলমের পুত্র রবি উল্লাহ (৩২), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ফরিদুল আলমের পুত্র মো: রবি (২৮), ঈদগাঁ উপজেলার ইসলামাবাদ গ্রামের আবু তালেবের পুত্র মো: সাইফুল ইসলাম (২৬)।

জানা যায়, দীর্ঘদিন ধরে রবি উল্লাহ গং বাইশারী ইউনিয়নের উপজাতীয় বিভিন্ন পাড়া থেকে চোলাই মদ কিনে ঈদগড়ে একটি নিরাপদ স্থানে মজুদ করে রাখে। সেখান থেকে অবৈধ ভাবে পাইকারী ও খুচরা হিসেবে মদ বিক্রি করে আসছিলেন।

ইতিপূর্ব ও নেশা জাতীয় মাদক সেবন- ইয়াবা সংক্রান্ত নিয়ে এলাকায় এলাকায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে জন সচেতনতামূলক উঠান বৈঠক , বিভিন্ন সভা সমাবেশ করে হয়েছে। তবে এসব জন সচেতনতামূলক কার্যক্রমে কোন প্রতিকার হয়নি আজও।

অভিযানের অংশ হিসেবে বাইশারী তদন্ত কেন্দ্রের এস,আই তপু সাহা ও এস,আই মো: হাবীব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ীসহ তিন জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

সোমবার দুপুরে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ হাবীব।

বাইশারী তদন্ত কেন্দ্রের এস,আই তপু শাহা জানান, রবি উল্লাহ গং একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বাইশারী ইউনিয়ন থেকে চোলাই মদ কিনে রামু উপজেলার ঈদগড় এলাকায় একটি নিরাপদ স্থানে মজুদ করে সেগুলো সেখান থেকে পাইকারী এবং খুচরা হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

সূত্রে জানা যায়, এই আটককৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত আলামত নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button