Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

নববর্ষ উপলক্ষে পানছড়িতে শোভাযাত্রা ও পুরস্কার বিতরন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি : নববর্ষকে বরণ করতে পানছড়িতে সকালে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়।

শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে শোভা যাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনেই নববর্ষ নিয়ে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দুই বছর করোনার থাকার কারনে নববর্ষ উদযাপন হয়নি। এবার করোনা শিথিল থাকলেও পবিত্র রমজানের জন্য অল্প পরিসরে আমরা নববর্ষ উদযাপন করলাম। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। আমাদের এই আয়োজনে অংশ গ্রহণ করার জন্য পানছড়িবাসীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আব্দুল্লাহ আল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল ইসলাম , উপ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব ,নূর মোহাম্মদ , ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা , ভূমিধর রোয়াজা , আহির উদ্দিন , সরকারী কর্মকর্তাগন ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সামাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button