শ্রীনগর , মুন্সিগঞ্জ প্রতিনিধি :
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং মুন্সিগঞ্জ ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে লাঙ্গল মার্কার কোন বিকল্প নেই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে এদেশের মানুষ শান্তিতে ছিল। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত ছিল। ঘুষ, দুর্নীতি, অনিয়ম ছিলনা। দেশের টাকা বিদেশে পাচার হয়নি। দ্রব্যমূলের দাম জনগণের নাগালের মধ্যে ছিল, কৃষি, শিল্প, গার্মেন্টস সহ সকল সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটেছিল। পরিশেষে তিনি দেশের উন্নয়ন ধারা ফিরিয়ে আনতে আগামী ৭ জানুয়ারিতে জাতীয় পার্টির মার্কা নাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।
শুক্রবার দিনব্যাপী শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের গণসংযোগ শেষে সন্ধ্যায় ষোলঘর বাজারে এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় আইনজীবী ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ এডভোকেট গোলাম কাদের, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা শামসুল হুদা, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান বাবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মোঃ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন মাঝি, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আলমগীর, ইঞ্জিনিয়ার আকরাম হোসেন, আব্দুল আউয়াল, এরশাদ হোসেন ঢালী, মোঃ শাহ আলম, মোস্তফা প্রমুখ।