দুর্গম সীমান্ত এলাকায় ৩ বিজিবি-র শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জনশ্রুতিতে আছে ” মাঘের শীতে বাঘে কাঁপে।” পার্বত্যাঞ্চলের গহীন সীমান্তে এখনো সেই বাঘ কাঁপানো শীতে কাঁপছে অনেকে। শীতের শুরু থেকেই প্রতিনিয়তই আর্ত মানবতার সেবায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩ বিজিবি লোগাং জোন।
২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার দুর্গম ভারতবর্ষ কারবারী পাড়ায় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি উপস্থিত থেকে দু শতাধিক কম্বল ও ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণ মূলক কর্মসূচীর উদ্যোগে শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের কিছুটা কষ্ট লাঘব করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের এহেন কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও বাংলাদেশ ভারত সীমান্তের কচুছড়িমুখ, বৌদ্ধমনি পাড়া, ওয়াইনথং ও নাড়াইছড়ি বিওপি বিজিবি কমান্ডারগণ দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
বিতরণ কালে লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ইউপি সদস্য শান্তি রঞ্জন চাকমা, স্থানীয় কার্বারী , বিজিবি প্রশাসনিক কর্মকর্তাগন সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।