Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দুর্গম পাহাড়ে মানবতার সেবায় লোগাং বিজিবি জোন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি  :
খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের পাশে ৩ বিজিবি লোগাং কাজ করে যাচ্ছে।

 

২৬ ডিসেম্বর ২০২২ সোমবার সকালে সিমান্ত সংলগ্ন সনখোলা পাড়ায় সুপেয় পানির তীব্র সংকটে সেখানে গভীর নলকুপের ব্যবস্থা করে । পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করায় ১৫০ পরিবার বিশুদ্ধ সুপেয় পানি পান ও ব্যবহারের সুবিধা পাবে। অপর দিকে সীমান্ত সংলগ্ন দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের প্রায়ই চিকিৎসা সেবা সহ অনুদান ও শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩ বিজিবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার লাম্বুপাড়ায় এক শতাধিক কম্বল ও দু শতাধিক অসহায় দের চিকিৎসা সেবা প্রদান করে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান, এএমসি।


স্থানীয় সনখলা পাড়ার শতীস চাকমা জানায় , রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছে পানীয় জলের অভাবের কথা জানালে ৩ বিজিবি লোগাং জোনের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেন।


লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুর্গম এলাকায় পানীয় জলের ব্যবস্থা, জন কল্যাণ মূলক কর্মসূচীর আওতায় অসহায়, হত দরিদ্র ও অসুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। ভবিষ্যতেও তা চালু থাকবে।

Related Articles

Back to top button