খাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

দুই মিনিট দেরি হওয়ায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারেনি রনিক ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
মাত্র দুই মিনিটের জন্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারছেনা খাগড়াছড়ি জেলা কারবারী এসোসিয়েশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা।

 

রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে তড়িঘড়ি করেও সময় শেষ হয়ে যাওয়ায় অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি খাগড়াছড়ি জেলা কারবারী এসোসিয়েশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা।

 

এ ব্যাপারে রনিক ত্রিপুরা বলেন,সমস্ত কাগজপত্র তৈরি করে কম্পিউটার দোকানে অনলাইনে সাবমিট করতে গিয়ে সিরিয়ালে শেষের দিকে পড়েন তিনি। বিকাল ৪টা বাজার সাথে সাথেই অনলাইনে আর ঢুকতে পারেননি। দুই মিনিট সময়ের জন্য নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হয়েছি।পরবর্তীতে ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তার অফিসে গেলেও সময় শেষ হয়ে যাওয়ায় আর মনোনয়ন জমা দিতে পারেননি।

 

 

খাগড়াছড়ি সদরের মেসার্স বুশরা এন্টারপ্রাইজ’র কম্পিউটার অপারেটর বেলাল হোসেন জানান, রনিক ত্রিপুরার অনলাইনের সকল কাজ করা শেষ হলেও রিটার্ন পেতে দেরি হওয়ায় সাবমিট করতে পারেননি। এর আগেই সার্ভার বন্ধ হয়ে গেছে। আর মাত্র দুই মিনিট সময় পেলেই সাবমিট সম্পন্ন হয়ে যেতো।

 

 

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ এই ব্যাপারে বলেন,সার্ভারের সিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে, সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই অটোমেটিক ভাবে আপলোড করা বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার নেই। সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন জমা নেওয়ার কোন সুযোগ নেই।

Related Articles

Back to top button