Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিরাজনীতিসারাদেশ

দীপংকর তালুকদার এর দলীয় মনোনয়নে কাপ্তাইয়ে আনন্দ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে দীপংকর তালুকদারকে আওয়ামী লীগ হতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় রবিবার সন্ধ্যায় কাপ্তাইয়ে আনন্দ মিছিল হয়েছে।

 

উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাপ্তাই নতুনবাজার এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এবং সাধারণ সম্পাদক আকতার আলম এর নেতৃত্বে মিছিলটি কাপ্তাই সড়কের নতুনবাজার হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করেন। এ সময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা আতশবাজি ফোটাঁয়।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে সকলকে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করে বিজয়ী করতে হবে।

 

এসময় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button