Breakingঅপরাধরাজনীতি

দীঘিনালায় ছাত্রলীগের সংঘর্ষ ; সাংবাদিক সহ আহত ৩

চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত তিন জন।

বুধবার দুপুরে দিকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে স্থানীয় সাংবাদিকসহ ছাত্রলীগের তিন জন আহত হন। আহতরা হলেন ছাত্রলীগ কর্মী ইমন শিকদার (২২), আরোফিন রাহাত মানিক (২১)। এসময় সংঘর্ষের খবর সংগ্রহে গেলে দেশ রুপান্তর সাংবাদিক নুর হোসেন (৩২) আহত হয়েছেন।

আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ কর হয়।

বর্তমান কমিটির সভাপতি মেহেদী আলম অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের উস্কানিতে পরিকল্পিত ভাবে আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা করে। এতে ৩ জন আহত হয়।

অপরপক্ষে থাকা কমিটির সহ-সভাপতি অপু চৌধুরী বলেন, দীঘিনালা উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি মেহেদী আলম এর নেতৃত্বে তার দলবল নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করার পরিকল্পনা করে, আমরা প্রতিহত করতে গেলে আমাদের চার-পাঁচ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক জানান, উপজেলা ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষ বাঁধলে আমরা বাঁধা দিই পরবর্তীতে আহত অবস্থায় ৩ জন পরে থাকতে দেখে সাথে সাথেই দীঘিনালা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

Related Articles

Back to top button