দীঘিনালায় এডিসি-র গাড়িতে হামলা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জেনারেলের গাড়িতে হামলা করেছে দূর্বৃত্তরা।
৬ জানুয়ারী ২০২৪ শনিবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে জামতলী বাঙালি পাড়া নামক স্থানে এডিসি জেনারেল জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করা হয়। এতে করে গাড়ির পিছনের কাঁচ ভাঙ্গলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা ভাল রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।