Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল
দীঘিনালায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
দীঘিনালা ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন দীঘিনালা থানা পুলিশ।
১৫ ফ্রেবুয়ারী বৃহস্পতিবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালখালী ইউপি’র জামতলী এলাকা হতে ইমন হোসেন (২৩) এই যুবককে আটক করে দীঘিনালা থানা পুলিশ। এ সময় আটককৃত যুবকের পকেট থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ। আটককৃত যুবক জামতলী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
দীঘিনালা থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী এলাকা থেকে ৫১ পিস ইয়াবা সহ ইমন হোসেন (২৩) কে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।