দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থীর জয়
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর ভরাডুবি হয়েছে। এর আগে উপজেলার তিন ইউপিতে নৌকার প্রার্থীর ভরাডুবি ও একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দীঘিনালার ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা (চশমা প্রতিকে) ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতিকে) পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতিকে ১৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিক্সা প্রতিকে ১০৬৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতিকে ১০৫২ ভোট পেয়ে পঞ্চম স্থানে আছেন নিউটন চাকমা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে ১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে আছেন অনুপম চাকমা।
১৭ জুলাই ২০২৩ সোমবার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।