Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
দীঘিনালায় নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে সুমাইয়া আক্তার মারিয়া (৯) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার ১৬ সেপ্টেম্বর দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকার মো: বিল্লাল হোসেন’র মেয়ে ১নং কবাখালী সরকারি প্রাথমিক এর তৃতীয় শ্রেনির শিক্ষার্থী মো; সুমাইয়া আক্তার। বাড়ির পাশে বান্ধবীর সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
এ সময় তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করে।
এদিকে সুমাইয়া আক্তার মারিয়া মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সহকারী কমিশনার(ভূমি) মোছা: লুৎফুর নাহার শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।