Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে শিশু অধিকার পরামর্শক সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,থানচি, বান্দরবান  :
বান্দরবানের থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর বলেন, মায়ানমার সীমান্তবর্তী এলাকার দুর্গম পাহাড়ে বেসরকারী ভাবে ঘড়ে উঠা একটি বিদ্যালয়ের যে যত টুকু সম্ভব অনুসারে সহযোগীতা প্রদানের জন্য বিভিন্ন জিও এনজিও প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।

 

২ রা নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার উপজেলা পরিষদের অডিটরিয়ান হলে অনুষ্ঠিত সভায় দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ, স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি ( বিএনকেএস) এর আয়োজনে শিশু অধিকারের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

 

জাতিসংঘের শিশু অধিকার সনদের আওতায় প্রতিবেদন প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) নির্বাহী পরিচালক হ্লাসিংনু মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া,একশনএইড বাংলাদেশ ম্যানেজার সিএস মনিকা বিসওয়াজ,সমাজ সেবা কর্মকর্তা পারভেজ ভূঞা, থানার উপসহকারী পরিদর্শক এস আই মো: বিল্লাস হোসেন, বিএনকেএস প্রকল্প ম্যানেজার পেসল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন,সভায় সরকারী, বেসরকারী কর্মকর্তা, হেডম্যান, কারবারী, সুশিল সমাজের নারী- পুরুষ, সাংবাদিকরা অংশ নেন।

 

 

সভায় অংশগ্রহনকারীদের মধ্যে মুক্ত আলোচনায় বক্তারা সুপারিশ করেন, ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনের বিষয়ের পাহাড়ে মানুষের নিকট এখনও সচেতনতা অভাব রয়েছে সেটি বর্তমান অবস্থা চেয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন , বিনোধনের জন্য প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গনের শিশু পার্ক ব্যবস্থা ,উপজেলা সদরে শিশু পার্ক ব্যবস্থা,খেলাধুলা জন্য মাঠ সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুদের জন্য ওয়ার্ডে ব্যবস্থা , ঝড়ে পড়া শিশুদের আর্থিক সহায়তা ব্যবস্থা , শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি , বাল্য বিবাহ রোধের বিবাহ নিবন্ধনের ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন।

Related Articles

Back to top button