Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উৎযাপিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি ,বান্দরবান  :
পাহাড়ে বাংলা নববর্ষকে ঘিরে সপ্তাহ ব্যাপী বর্নিল আয়োজনের উৎসবে মেতে উঠেছে সকল ধর্ম বর্ন ও সম্প্রদায়ের । বাঙ্গালী ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জাতিগোষ্ঠি মাঝে একটি সম্প্রদায়িক সম্প্রিতীর ও মিলন মেলা।

 

১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানে থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ্য সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা,কবিতা,আবৃত্তি, আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সাথে ত্রিপুরা কল্যান পরিষদে নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

 

১৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাল্টিপারপাশ হল রুমে পাশে চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা,আবৃত্তি,সহ বিজয়ীদের পুরুস্কার বিতরন করেন ।

 

আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা ,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি উবামং মারমা , ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা সহ প্রশাসনিক কর্মকর্তা , মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

 

পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা,আবৃত্তি, সাংস্কৃতি চর্চা অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের পুরুস্কার বিতরন করার মধ্য দিয়ে নববর্ষের বর্নিল আয়োজনটি প্রথম দিনের সমাপ্তি ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর।

Related Articles

Back to top button