থানচিতে নতুন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল- ফয়সাল

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আবদুল্লাহ আল- ফয়সাল।
২৩ ফেব্রুয়ারী রবিবার বান্দরবান জেলা প্রশাসকের নিকট যোগদান করবেন। বিগত ১৫ সেপ্টেম্বর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বদলী করা হয়। গত ছয় মাস দরে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে রাকিব হাসান চৌধুরী দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল ১৭ ফেব্রুয়ারী সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজশাহী বিভাগের (রাজস্ব শাখা) সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সালকে থানচি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার বদলের পর নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার থানচি উপজেলা নতুন নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল বলেন, সরকারের উর্ধতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করা চেষ্টা করবো।