Breakingকৃষিপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে উফসি আমন ধানের বীজ বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান  :
বান্দরবানে থানচিতে ভারী বর্ষণের ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ঘর-বাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি সহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মানবিক মূল্যবোধের তাগিদে সমাজের প্রতিষ্ঠিত ও অবস্থা সম্পন্ন সকল নাগরিককে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা করার আহবান জানালেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবুল মনসুর।

 

২৭ আগস্ট ২০২৩ রবিবার বিকাল ৪ টা উপজেলা পরিষদে প্রাঙ্গনের বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ৫০ কৃষকের মাঝে “নাভি জাতের উফষী আমন ধানের বীজ” বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনের সম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নাবি৷ বাপন উপযোগী বিআর ২৩ জাতের বোপা আমন ধানের বীজ বিতরন করেন। ভারী বর্ষনের বন্যায় ক্ষতি গ্রস্ত, আমন চাষীর ৫০ জন কৃষকদের প্রতিজনে ৫ কেজি করে উফষী ধানের বীজ বিনামূল্যে কৃষকদের৷ হাতে তুলে দেয়া হয়।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত সভাপতিত্ব করেন। অন্যান্য মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সূজন মিঞা সহ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button