থানচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,থানচি ,বান্দরবান :
পার্বত্য বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা আয়োজনে পালিত হয়।
৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন, র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ১ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।
” নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে” প্রতিপাদ্যে থানচি উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী প্রধান মো: এমরান হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, এলজিইডি প্রকৌশলী মো: এ্যামদাদুল হক, স্বাস্থ্য বিভাগের আবাসিক চিকিৎসক মেহরাব আল রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রতিনিধি উপ পরিদর্শক রতন দেব,পিআইও মো: সূজন মিঞা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজাম উদ্দিন প্রমূখ।