Breakingসারাদেশ

তাড়াইল প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

সভপতি ফারুক,সম্পাদক রফিক,সাংগঠনিক সুমন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, তড়াইল ( কিশোরগঞ্জ ) : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে ১৯৮৫ সালে স্থাপিত তাড়াইল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে,আজ শনিবার (২২ শে আগষ্ট) বিকেল ৫ টার দিকে তাড়াইল ব্যাংক এশিয়ার উপরে তাড়াইল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন তাড়াইল প্রেস ক্লাবের পূর্বে কমিটির সভাপতি দেওয়ান ফারুক দাদ খান।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য দেওয়ান ফারুক দাদ খান( দৈনিক সমকাল) সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম(দৈনিক আজকের দেশ/গণমুক্তি), মো.সুমন মিয়া (দৈনিক ভোরের কাগজ/ দুরন্ত নিউজ)কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাও.আশরাফ আলী মীর(দৈনিক ইনকিলাব), মো. আবুল হাসেম (দৈনিক আজকের বাংলাদেশ),যুগ্ন -সাধারণ সম্পাদক মো.দ্বীন ইসলাম( দৈনিক দর্পণ),কোষাধ্যক্ষ হাফেজ এমদাদুল্লাহ ( দৈনিক বর্তমান) ,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো.মুখলেছুর রহমান( দৈনিক খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খায়রুল ইসলাম ( দৈনিক নওরোজ)।

এছাড়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যরা হলেন,মো.আফছার উদ্দিন ( দৈনিক মানব জমিন) মো.ফখরুল ইসলাম ( দৈনিক শতাব্দীর কন্ঠ), মো.আমিনুল ইসলাম বাবুল ( দৈনিক আমাদের সময়), মো.রফিকুল ইসলাম রফিক ( দৈনিক স্বদেশ সংবাদ)।

অপর দিকে তাড়াইল প্রেস ক্লাবের সাধারণ সভা শেষে সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়ানো হয়।

Related Articles

Back to top button