তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীরা ও বই পেল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের বলিবাজার তালিমুল কোরআন মাদ্রাসায় বলিপাড়া জোন কমান্ডার কর্তৃক ২০২৩ সালের বাৎসরিক পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার, বই ও স্কুল ব্যাগ বিতরণ করেন।
০১ জানুয়ারি ২০২৪ সোমবার সকালে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বলি বাজার তালিমুল কোরআন মাদ্রাসায় ২০২৩ সালের বাৎসরিক পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠানে বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল তৈমুর হাসান খাঁন, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ+ প্রাপ্ত ০৮ জন ছাত্র/ছাত্রীর মধ্যে পুরস্কার ও বই বিতরণ করেন। তাছাড়াও তিনি বলিপাড়া জোন এর পক্ষ থেকে প্রত্যেককে ০১টি করে স্কুল ব্যাগ প্রদান করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভবিষ্যতে উক্ত মাদ্রাসার পরিচালনা, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সংক্রান্ত আনুসংগিক খরচ ও মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ডে বলিপাড়া জোন সর্বদা পাশে থাকবে বলে জোন কমান্ডার প্রতিশ্রুতি প্রদান করেন।