Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

তংক্ষ্যং পাড়ায় কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান  :
ধর্মীয় ভাব গম্ভীর্যে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বান্দরবানের থানচির তংক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহারে দানোত্তম “কঠিন চীবর দানোৎসব” সম্পন্ন হয়েছে।

 

২৭ নভেম্বর ২০২৩ সোমবার গৃহিত কর্মসূচির মধ্যে ছিল -সকালে ফুল পুঁজা, পিন্ডদান, বুদ্ধাভিষেক ও বেলা ১১ টায় ভিক্ষু সংঘের ছোয়াইং দান।

বিকাল তিনটায় কল্পতরুসহ মূল অনুষ্ঠান কঠিন চীবর দান। কঠিন চীবর দানের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় এতে সভাপতিত্ব করেন তংক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহারে অধক্ষ্য উ,চাইন্দা বাসা ভিক্ষু।

সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলণ ও মারমাদের লোকনাট্য জ্যাত্ নৃত্যের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ ইউসারাদা মহাথেরো দানোত্তম কঠিন চীবর দানোৎসবের আলোকে দেশনা দান করেন।

এর আগে গৌতম বুদ্ধের প্রবর্তিত কঠিন চীবর দানোত্তম এর তাৎপর্য নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ছাংদাক পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ সুমা্না থেরো ও তংক্ষ্য পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ,চাইন্দা বাসা ভিক্ষু।

উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, বিশিষ্ঠ সমাজ সেবক নুমংপ্রু মারমা, সমাজ সেবক মংসাগ্য মারমা, সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, তংক্ষ্যং পাড়া প্রধান চিংপাইন মানমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও জিনিংঅং পাড়া, ছাংদাক পাড়া, নারিকেল পাড়া, নাইন্দারী পাড়াসহ প্রায় ৯-১০টি পাড়ার নর-নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কঠিন চীবর মুল অনুষ্ঠান প্রারম্ভে আগত দায়ক-দায়িকাদের পঞ্চশীল দেশনা দেন উপজেলা বৌদ্ধ ভিক্ষুদের সংগঠনের সভাপতি উ ইউসারাদা মহাথেরো।

Related Articles

Back to top button