Breakingঅপরাধসারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে এক তরুণীর এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

৩০ নভেম্বর ২০২৪ ,শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন উপজেলার দোগাছি নামক এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে । লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সাহিদা আক্তার (২৫)বাসা ঢাকা ওয়ারীতে,জানা যায় নিহতের মা মানুষের বাসাবাড়িতে কাজ করেন।

 

এ সময় মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা,গুলি করে ওই নারীকে হত্যা করেছে র্দুবৃত্তরা।

 

স্থানীয় কয়েকজন জানান,শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখেছে।তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান ,অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Related Articles

Back to top button