ঝরে পরা রোধে আশা শিক্ষা কর্মসূচি আওতায় অভিভাবকদের সাথে মত বিনিময়
![](https://chengidarpon.com/wp-content/uploads/2023/08/আশা-780x470.jpg)
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ” আশা শিক্ষা কর্মসূচি আওতায় ঝরেপড়া রোধে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আশা শিক্ষা কর্মসূচি শিক্ষা সুপারভাইজার মো.রবিউল আহমেদ’র সঞ্চালনায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা শিক্ষা কর্মসূচী জেলা কর্মকর্তা মো.কবির হোসেন। অন্যানদের মধ্যে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আতিউল ইসলাম, আশা শিক্ষা কর্মসূচী বিভাগীয় অফিসার আরিফুল ইসলাম, তিনট্যহরী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলমাস মিয়া, শাহারিয়ার হাসান, মো.আনোয়ার হোসেন প্রমূখ সহ স্থানীয় অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ঝরে পরা রোধে শিক্ষকের পাশাপাশি অভিভাবকরা এগিয়ে আসতে হবে। ২০১১ সাল থেকে শিশু ও দ্বিতীয় শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে আশা শিক্ষা কর্মসুচি শুরু হয়েছিল। বর্তমানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীদের এ আওতায় আনা হয়েছে।আগামীতে ৯ম ১০ম শ্রেণী শিক্ষার্থীদের ঝরে পরা রোধে এ আওয়াতায় আনার পরিকল্পনা রয়েছে।