Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি পৌরসভা

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ৮ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি পৌরসভা ফুটবল দল।

 

 

৭ অক্টোবর ২০২৩, শনিবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে ০-১ গোলে পরাজিত করে খাগড়াছড়ি পৌরসভা ফুটবল দল।টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন খাগড়াছড়ি উপজেলার রাসেল ত্রিপুরা, সর্বোচ্চ গোলদাতা পানছড়ির জমং মারমা এবং সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন মানিকছড়ির ক্যাচিংনু মারমা।

 

 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়েছে।

 

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

 

অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া সহ ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button