জেলা পুলিশ সুপারের পানছড়ির দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি ,খাগড়াছড়ি : জেলা পুলিশ সুপার মোঃ নাঈমুল হক পানছড়ির দুর্গাপুজা মন্ডপ সমুহ পরিদর্শন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
২ অক্টোবর ২০২২ রবিবার বিকালে উপজেলার পুজা মন্ডপ সমুহ জেলা পুলিশ সুপার জনাব,মোঃ নাঈমুল হক পিপিএম পরিদর্শন করেন একই সাথে মন্দিরে উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবলয় মন্দির, সাওতাল পাড়া লোকনাথ মন্দির ও কুড়াদিয়া ছাড়া মন্দির এর পুজা মন্ডপ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রতিটি পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন কালে পুলিশ সুপার স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।