Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

জেলা পরিষদের অর্থায়নে খেজুর বাগান জামে মসজিদের উন্নয়ন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদর উপজেলার খেজুর বাগান জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

 

১৩ নভেম্বর ২০২৩ , সোমবার সকালে খেজুর বাগান জামে মসজিদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

খেজুর বাগান জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ধর্ম মানুষকে নৈতিকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্ম মানে শান্তি, ধর্ম মানে জগতের সকল কল্যাণের দাবিদার। ইসলাম শান্তির ধর্ম, সকল ধর্মই সুখ,শান্তি ও সমৃদ্ধির সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে।

 

অন্যানদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মানিক পাটোয়ারী, মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম হৃদয়,মাওলানা আব্দুল করিম,মোঃ জামশেদ,আকতার হোসেন প্রমুখ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button