জাতীয় শোক দিবসে ৩ বিজিবি কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন ও অসহায়- দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকীতে দেশব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩ বিজিবি কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন ও অসহায়- দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট ২০২৩ , মঙ্গলবার দুপুর আড়াইটায় ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক দুর্গম ও সীমান্ত সংলগ্ন গ্রামে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাল, চিনি, তৈল এবং আলু বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলাধীন লোগাং ইউনিয়নের দুর্গম মধুরন্জন পাড়ায় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি, উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় গরীব, অসহায়, হতদরিদ্র এবং অসুস্থ্য পাহাড়ে বসবাসকারী মধুরঞ্জন কারবারীপাড়া বাসীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান, এএমসি উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন। এ সময় রোগীদের ব্যবস্থাপত্রানুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে লোগাং বিওপি ইনচার্জ সুবেদার সাইফুল ইসলাম, , মেডিক্যাল এসিস্ট্যান্ট নায়েক মো আতিকুর রহমান অসহায় দুঃস্থ সেবা গ্রহনকারীগন ও সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন।
৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি বলেন, সারাদেশেই বিজিবি সিমান্ত চোরাচালান রোধ ,অসহায় দুঃস্থদের সেবাদান সহ সীমান্ত প্রহরায় দৃঢ়তার সহিত কাজ করে আসছে। আগামীতে এ ধরণের উদ্যোগ চলমান থাকবে।