Breakingজাতীয়সারাদেশ

জলবায়ু রক্ষার বার্তা নিয়ে ১৬ ভারতীয় সাইক্লিস্ট এখন বাংলাদেশে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ শ্লোগানকে সামনে রেখে জলবায়ু রক্ষার বার্তা নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসে ভারতের ত্রিপুরা রাজ্যের  ১৬ সদস্যের একটি সাইক্লিস্ট দল। কুমিল্লার সাইক্লিস্ট দল,  ব্রাহ্মণ বাড়িয়া রানার্স, আখাউড়া রানার্স এর সদস্যরা স্থলবন্দরে তাদেরকে স্বাগত জানায়। ভারত থেকে আসা দল ও কুমিল্লার সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষা সহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজ করবে।

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে ওই দলটি তাদের প্রথম প্রচারণা শুরু করেন। সেখানে কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদ সারোয়ার, ভারতের সাইক্লিষ্টদের পক্ষে দেবব্রত বক্তব্য রাখেন। এরপর দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুর পথ ধরে নারায়ণগঞ্জ যায়। সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবেন তারা। কুমিল্লায় একটি মাদক বিরোধী সমাবেশে তাদের অংশগ্রহনের কথা রয়েছে। কুমিল্লার বিবির বাজার বন্দর দিয়ে আগামী ১৬ অক্টোবর ভারতীয় দলটির তাদের দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লার সাইক্লিস্টরাও ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবে।

 

আখাউড়া রানার্স এর ফেসবুক গ্রুপ এডমিন মো. মাহমুদুর রহমান বলেন, ‘ভারতীয় সাইক্লিস্টদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি তাদের এ উদ্যোগ মানুষের মাঝে জলবায়ু সহ অন্যান্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবে।

 

ব্রাহ্মণবাড়িয়া রানার্স এর এডমিন আলী আহাদ রতন বলেন, ‘ভারতীয় দলটির সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিলো। তারা যেন শহীদ স্মৃতি কলেজ থেকে প্রচারণা শুরু করেন সেটা বলে রেখেছিলাম। আমারা তাদের এ উদ্যোগের সফলতলা কামনা করি।

 

কুমিল্লা থেকে আসা সাইক্লিস্ট মাহমুদুল হাসান বলেন, ‘ভারতীয় এ দলটির সঙ্গে কুমিল্লার সাইক্লিস্টরাও প্রচারণায় অংশ নিবেন। আমরা জলবায়ু রক্ষা সহ নানা বিষয়ে সচেতনতা মূলক কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। দু’দেশের সাইক্লিষ্টদের মিলিয়েই আমাদের এ আয়োজন।

 

ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারি অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, সম্প্রতি জি টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ’ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যত রক্ষায় আমাদেরকেই কাজ করতে হবে।

Related Articles

Back to top button