Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

জরাজীর্ণ হালদা সেতুর পাশে বেইলী ব্রীজ নির্মাণের আশ্বাস

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
অবশেষে ফটিকছড়ির নাজিরহাটে জরাজীর্ণ হালদা সেতুর পাশে নতুন বেইলী ব্রিজ নির্মাণে ৫ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ মিলেছে।

 

যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বরাদ্দ দেয়। এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

 

জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণে বিগত এক মাসে আগে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য ছৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

 

পরে মন্ত্রণালয়ে গিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর নিকট ডিও লেটারটি হস্তান্তর করেন এমপি নিজে। জনগুরুত্ব বিবেচনায় এনে সচিব তাৎক্ষণিক ভাবে জরাজীর্ণ হালদা সেতুর উপর বেইলী ব্রিজ নির্মাণে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।

 

অবশেষে পুরাতন হালদা সেতুর উপর বেইলী ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হচ্ছে।

 

উল্লেখ্য – বৃটিশ আমলে লোহা দিয়ে তৈরী হয় নাজিরহাট পুরাতন হালদা সেতু। বয়সের ভারে এটি নড়বড়ে হয়ে যায় বেশ কয়েক বছর পূর্বে। সেতুটি ঝুকিপূর্ণ হওয়ায় বিগত তিন বছর আগে এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সেতুটি নির্মানে স্থানীয়রা দীর্ঘদিন ধরে নানা ভাবে চেষ্টা তদবির করে আসছিল। সম্প্রতি সেতু সংলগ্ন নতুন বেইলী ব্রীজ নির্মানে অর্থ বরাদ্দ দেয় সংশ্লিষ্ট মন্ত্রনালয়।

Related Articles

Check Also
Close
Back to top button