চেঙ্গী দর্পন প্রতিবেদক, চৌদ্দগ্রাম , কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা উপজেলার কুলাসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও বিষ্ণপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ফরহাদ হোসাইন (২৬)। গত ৯ ও ১১ অক্টোবর চৌদ্দগ্রাম থানায় গ্রেফতারকৃতরা সহ চার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় বিষ্ণপুর গ্রামের আবদুল হাই প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে মোঃ সোহেল (৩০) ও ঝিকড্ডা গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহ আলম (৩২)। তারা দুই জন পলাতক রয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার এসব নিশ্চিত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, চৌদ্দগ্রাম সার্কেল এর সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সোমবার (৯ অক্টোবর) চৌদ্দগ্রামে চুরি হওয়া একটি মোটর সাইকেল খুঁজতে মঙ্গলবার (১০ অক্টোবর) চৌদ্দগ্রাম থানা পুলিশ আসামী সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে সাদ্দামের দেওয়া তথ্যমতে, চোরাই চক্রের মূল হোতা চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও ঝিকড্ডা গ্রামের গ্যারেজ মিস্ত্রী শাহ আলম পালিয়ে গেলেও আসামী ফরহাদকে ধরতে সক্ষম হয় পুলিশ। এ সময় সোহেলের বাড়ি থেকে ৬ টি সহ মোট ০৭ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, চোর চক্রের সদস্যরা মিলে আশেপাশের জেলা থেকে মোটর সাইকেল চুরি করে এনে পলাতক সোহেলের বাড়িতে সেগুলোর রং পরিবর্তন করে বিক্রি করে।