Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর হয়নি ; সন্তু লারমা

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

 

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা সমাধানের জন্য ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল;  সেই চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর হয়ে উঠতে পারেনি। সে কারণে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের নানা সীমা বদ্ধতার মধ্য দিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে।’

 

১১ ফেব্রুয়ারি ২০২৫ ,মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবসর প্রাপ্ত) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালকুদার দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও প্রাইজমানি বিতরণ করেন অতিথিরা।

Related Articles

Back to top button