Breakingরাজনীতিসারাদেশ

চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

চান্দিনা ,কুমিল্লা প্রতিনিধি :
দীর্ঘ ১৭ বছর পর কর্মী সম্মেলন উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

 

 

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ,চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আহাদ,পৌরসভা জায়াতের আমীর অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল হাশেম,সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারী ইয়াহিয়া রায়হান,পৌর শাখার শূরা সদস্য আবু হানিফ,ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. মহি উদ্দিন,  উপজেলা ছাত্র শিবিরের সাথী শাখার সাবেক সভাপতি আবু হানিফ, জেলা মজলিসে শূরা সদস্য মো. নুরুল হুদা প্রমুখ।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে জামায়াতে ইসলামী নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে।

 

অতীত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনির মাধ্যমে দেশ তথা সমাজকে এগিয়ে নিতে পারে।

 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর আগামী ৩০ নভেম্বর উপজেলা ও পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে উপজেলা জামায়াত। সর্বাধিক নিরাপত্তা এবং সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে সম্মেলনের দিন ১০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে।

Related Articles

Back to top button