Breakingদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা কাটা পড়লো যুবকের

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে এক হাত ও এক পা কাটা পড়েছে মো. হারিছ মিয়া (২৫) নামে এক যুবকের।

৮ মে ২০২২ রবিবার দুপুরে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন।

গুরুতর আহত হারিছ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে। এক সন্তানের জনক কুমিল্লায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া দুইটার দিকে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ মিয়া নামে ওই যুবক ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) উঠতে যায়। এতে সে কাটা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই যুবক কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

Back to top button