Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল হেডম্যান ও কারবারিদের নিয়ে ওরিয়েন্টশন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি  :
রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ওরিয়েন্টশন প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। 

 

হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এই  ওরিয়েন্টশন প্রোগাম এর আয়োজন করেন। কাপ্তাই উপজেলা  সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ওরিয়েন্টশন প্রোগামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ২ জন হেডম্যান এবং ২৫ জন কারবারি  অংশ নেন।

 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী ( মিশুক) এবং ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই মারমা।

Related Articles

Back to top button