পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত ৭  পলাতক আসামী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি  :
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ  অভিযানে পরোয়ানাভুক্ত ৭  পলাতক আসামীকে করেছে থানা পুলিশ ।

 

থানা সুত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৪ ,বৃহস্পতিবার সকালে  চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে  এস আই মাহবুব,এ এস আই তাহের, এ এস আই মনির,এ এস আই তপন সঙ্গীয়  ফোর্স সহ  সি আর মামলা নং – ৫০৯/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ক্য প্রু মার্মা,  মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা, মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে রাইখালী ইউনিয়ন এর জগনাছড়ি, কারিগর পাড়া এবং রাইখালী এলাকা হতে আটক করা হয়।

 

থানা অফিসার ইনচার্জ  আনচারুল করিম জানান, আটককৃত সকলেই রাইখালী ইউনিয়ন এর  জগনাছড়ি এলাকার বাসিন্দা ।আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button