Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনায় আনন্দ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, চন্দ্রগঞ্জ ,লক্ষ্মীপুর : চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় নতুন কমিটির নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

 

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ছাত্রলীগের এই আনন্দ মিছিল ও সমাবেশে থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি জোবায়ের হোসেন ও সহসাধারণ সম্পাদক মাজহারুল ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শিক্ষা শান্তি প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনেও বিএনপি-জামাতের দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবে।

Related Articles

Back to top button