চট্টগ্রাম জেলার পূর্জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ারার দোলন মজুমদার
চেঙ্গী দর্পন প্রতিবেদক , আনোয়ারা , চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা পূর্জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে বাংলাদেশ পূর্জা উদযাপন পরিষদের সভায় এড. নিতাই প্রসাদ ঘোষকে সভাপতি ও সুগ্রীব মজুমদার দোলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার প্রবর্ত্তক সংঘের সাধারণ সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, জাতীয় পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় সত্যজিৎ দাশ রুপু, জেলা পূর্জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, সহ সভাপতি শ্রী বিপুল কান্তি দেব।
নির্বাচিত সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন বলেন, ‘আমার উপর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পন করায় কেন্দ্রীয় পূর্জা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ। এ দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি।