Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় যুবক নিহত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,সাতকানিয়া , চট্টগ্রাম  :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিশু পাল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহার শিশুতল বাজার এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিহত মিশু পাল আনোয়ারা উপজেলার পেকুটা এলাকার শিশির পালের ছেলে।

 

নিহত মিশু পালের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মিশু পাল মানসিক ভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে কক্সবাজারের রামু উপজেলায় এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। গতকাল শুক্র বার সকালে ওই স্বজনের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজের বাড়িতে ফিরে আসছিলো মিশু। শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে চারটার মধ্যে মহা সড়কের সাতকানিয়ার ছদাহা এলাকায় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ছদাহার শিশুতল এলাকায় নিহত হয়ে সড়কের পাশে পড়েছিলো ।

 

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. আবু কাওসার বলেন, ১৫ জুলাই ২০২৩ শনিবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশের একটি টহল দল ছদাহার শিশুতল এলাকায় দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ সড়কের পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হয়েছেন তিনি। পরে ওই যুবকের নাম-ঠিকানা সংগ্রহ করে স্বজনদের কাছে খবর পাঠানো হয়। তাঁরা থানায় এসে পৌঁছালে আইনগত কাজ শেষে লাশ হস্তান্তর ন্তর করা হয়েছে।

Related Articles

Back to top button