Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

চট্টগ্রামে পরীর পাহাড়ে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম:
চট্টগ্রামের ঐতিহাসিক পরীর পাহাড় বা আদালত পাহাড়ের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা নানা স্থাপনা চট্টগ্রাম জেলা প্রশাসন দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় নয় শতক জায়গা উদ্ধার করা হয়। পরীর পাহাড় ও জহুর হকার মার্কেটের মধ্যবর্তী জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সাতটি অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গত বুহস্পতিবার আদালত ভবনে ওঠার যে সড়কটি রয়েছে সেটির ডানপাশে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

 

১৪ জানুয়ারী রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসন দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় নয় শতক জায়গা উদ্ধার করে।

 

 

সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদুল ইসলাম জানান, রবিবার বেলা ১২ টা থেকে প্রায় চার ঘন্টাব্যাপী জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। সিএমপি’র ৩০ জন পুলিশ সদস্য, পিডিবির প্রকৌশলী ও টেকনিশিয়ান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রকৌশলী ও টেকনিশিয়ান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সহায়তায় নির্বিঘ্নে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Related Articles

Back to top button