Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

চট্টগ্রামের ওয়ার সেমিট্রিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বাংলাদেশে দায়িত্বরত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ১৭ জানুয়ারী মঙ্গলবার চট্টগ্রাম সফরকালে নগরীর বাদশা মিয়া চৌধুরী রোডে অবস্থিত কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি এই ওয়ার সেমিট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নিহত যোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

 

ভারতীয় হাইকমিশন সুত্রে জানা যায় , চট্টগ্রাম সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসারগণ ও চট্টগ্রামস্থ সহকারি হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন ও অন্যান্য কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।

 

সংশ্লিষ্ট সুত্র মতে, চট্টগ্রামের এই ওয়ার সেমিট্রিতি প্রায় ৪০০ টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবর স্থান থেকে পরবর্তী সময়ে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, যার মধ্যে ১৭টি অজ্ঞাত পরিচয়। উইকিপিডিয়ার সুত্র মতে চট্টগ্রামের এই ওয়ার সেমিট্রিতে অবিভক্ত ভারতের ২১৪ জন যোদ্ধার সমাধি রয়েছে।

 

ভারতীয় হাইকমিশন সুত্রে জানা গেছে, এই কবরস্থানে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে যা ভারতীয় সীমেনস হোস্টেল বোম্বেতে অবস্থিত। ১৯৩৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় কালে ভারতীয় নৌ বাহিনীর  ৪০০ জনেরও বেশি নাবিক এবং ভারতীয় বিভিন্ন বানিজ্যিক জাহাজের কমপক্ষে ৬০০০ নাবিক সমুদ্রে নিখোঁজ হয়েছেন। যারা ওই সীম্যানস হোস্টেলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। মঙ্গলবার চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দু’টির কমান্ডিং অফিসারগন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যাওয়া এসব সৈনিক ও নাবিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

Related Articles

Back to top button