চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

চট্টগ্রামের এস.আলম চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলীতে এস.আলম চিনির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইছানগর এলাকার এস. আলম গ্রুপের চিনির কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্ণফুলী, আনোয়ারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

 

তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

 

তিনি বলেন, বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে এস আলমের আরেকটি গুদামেও আগুন লেগেছিল।

Related Articles

Back to top button