Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

চকরিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, চকরিয়া , কক্সবাজার : গাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ জাহেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মানিক নগর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জাহেদ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়া এলাকার মো. ইউনুছ এর ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত জাহেদ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিক নগর এলাকার সোনা আলীর মেয়ে শাওরীন এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে এক সন্তান ও রয়েছে। তারা শ্বশুর বাড়ির অদূরে ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার ভোরে ভাড়া বাসার উঠানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জাহেদের মা জান্নাত বেগম বলেন, তার ছেলে প্রেম করে বিয়ে করে শ্বশুর বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। জাহেদের স্ত্রী স্থানীয় হেফাজত নামে এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাতে বাধা দেওয়ায় আমার ছেলেকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে ফাঁসি বলে প্রচার করা হচ্ছে।

করিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে। রির্পোট হাতে পেলে ঘটনার সত্যতা জানা যাবে।

Related Articles

Back to top button