গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।
১৮ই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় জনগনকে বিনামূল্য চিকিৎসা প্রদান, ৫ শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ ও ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুলর রহমান ,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ জামাল উদ্দীন।