গুইমারা রিজিয়নে কোভিড ১৯ টিকা প্রদান উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক , গুইমারা (খাগড়াছড়ি): সেনাবাহিনীর ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নে করোনা টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহন করেন ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাংগা জোনের কর্পোরাল মো: জুয়েল মিয়া।
রবিবার সকাল ১০টায় গুইমারা রিজিয়নের শহিদ লে: মুশফিক হল প্রাঙ্গনে সি এম এইচ কেন্দ্রে আয়োজিত টিকা দান অনুষ্ঠানের উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড়ের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এসময় ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান,৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম চিসতী, ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাংগা জোন অধিনায়ক লে: কর্ণেল মহসিন হাসান, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল জাহাঙ্গির আলম সহ সিন্দুকছড়ি জোন উপ অধিনায়ক মেজর ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।