Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

গুইমারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি :
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও খুনি হাসিনার দোসরদের দেশ বিরোধী অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গুইমারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

৯ ফেব্রুয়ারী রবিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

 

গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা যুবদলের আহবায়ক হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সহ সভাপতি নবী হোসেন,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

 

বক্তাগন ভারতে বসে পতিত আওয়ামী লীগের পলাতক নেত্রী ষড়যন্ত্র পরামর্শ দিচ্ছে আর তার দোসররা তা বাস্তবায়ন করার চেষ্টা করছে। গুইমারা উপজেলায় কোন আওয়ামী লীগের দোসরদের কোন স্হান হবেনা বলে হুসিয়ারী উচ্চারণ করেন।

এসময় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করে।

Related Articles

Back to top button