Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারায় হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো যাবে না — ওসি গুইমারা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা ,খাগড়াছড়ি  :
সড়কে শৃঙ্খলা আনা, দূর্ঘটনা প্রতিরোধ করা ও ব্যাক্তি নিরাপত্তা নিশ্চিত করতে , হেলমেট ছাড়া সড়কে মোটর সাইকেল চালানো যাবে না। এ রকম ঘোষণা দিয়েছে গুইমারা থানা পুলিশ।

 

২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়া পাড়ায় নিরাপদ সড়ক গঠনের প্রচেষ্টার অভিযান পরিচালনা করেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন।

 

এ সময় তিনি বলেন, সড়কে মোটর সাইকেল চললে হেলমেট ব্যবহার করতে হবে। পেট্রোল পাম্প গুলোতে হেলমেট ছাড়া তেল দিতে নিষেধাজ্ঞা রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি প্রতিরোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে পুলিশ কাজ করছে। যারা জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তার ক্ষেত্রে বাধা, যারাই আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

 

অভিযানে আটককৃত হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

Related Articles

Back to top button