Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

গুইমারায় বুদ্ধমূর্তি দান সহ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা,খাগড়াছড়ি : স্বর্গীয় সন্দুরাম চাকমার ২২তম পরলৌকিক সদগতি কামনা ও জীবিত মাতা গন্ডাপতি চাকমা সহ জগতের সকাল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে,সোমবার (২১শে ফ্রেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলা লাম্বাছড়ি এলাকার স্বর্গীয় সন্দুরাম এর আত্মীয়বর্গে আয়োজনে, বুদ্ধমূর্তি দান,সংঘ দান, অষ্টপরিষ্কারদান, আকাশ বাতি দান,হাজারবাতি দান,কল্পতরু দান সহ নানাবিধ দানের মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে পুণ্য সঞ্চয়ী করার জন্য শত শত পুণ্যার্থীরা সমাগম হয়েছে। এ সময় ধর্মীয় গুরুরা পুণ্যার্থীদের উদ্দেশে বৌদ্ধ ধর্ম দেশনা দেন। জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা করা হয়। সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশে আকাশ প্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে।

দান অনুষ্ঠানে শিলা দান করেন, ফুরমোন মহাস্থবির ভান্তে, অধ্যক্ষ রাঙ্গামাটি বিহার, এ সময় আরো উপস্থিত ছিলেন, বিনয়লংকার স্থীর,প্রঞ্জাভূমি সান্তপদ ভাবনা কেন্দ্র। অজিত ভান্তে স্থবীর,অধ্যক্ষ লক্ষ্মীছড়ি কুশলনগর বনবিহার জ্যোতি চাকমা প্রমুখ।

Related Articles

Back to top button