Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

গুইমারার কালা পানি থেকে মরদেহ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা ,খাগড়াছড়ি :খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ির কালাপানি এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১১ মার্চ ২০২২ শুক্রবার সকালে মোঃ রোমান গাজী (৫০) নামে এক সিএনজি চালকের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয়। রোমান গাজী ওই এলাকার মৃত আফতার গাজীর ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, বসত বাড়ি নির্মান করতে গিয়ে অনেক ধার- দেনা করে রোমান গাজী । মাঝে মঝেই গভীর রাতে বাড়ি থেকে একা বেড়িয়ে একা থাকতেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ, মিজানুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশ রোমান গাজীর মৃতদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে । প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button